Rajasthan School Bus Accident: ক্রীড়া প্রতিযোগিতা সেরে ফেরার পথে স্কুল বাসের সঙ্গে ডাম্পারের জোর ধাক্কা, বলি ২
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম এবং সাভিনা নামের এক ছাত্রীর মৃত্যু সংবাদ মিলেছে।
যোধপুর, ২৪ সেপ্টেম্বরঃ স্কুল ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সেরে ফেরার পথে স্কুল বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কায় প্রাণ গিয়েছে দুজনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বারমেরের রামসার থানা এলাকার সেহলাউ গ্রামে। দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা কালেক্টর অঞ্জুম তাহির জানান, স্কুলের একদল ছাত্রী এবং কর্মচারীরা রানীওয়াড়ায় একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল। কিন্তু ফেরার পথে ঘটে গেল অঘটন (Rajasthan School Bus Accident)। স্কুল বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম এবং সাভিনা নামের এক ছাত্রীর মৃত্যু সংবাদ মিলেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। মোট ৯ জন ছাত্রীকে গাগরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন মেয়েকে নিয়ে যাওয়া হয় চৌথান হাসপাতালে। চৌথান থেকে তাদের বারমেরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যেই ছিল সাভিনা। প্রাণ গিয়েছে তাঁর। তিনজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্যে চিকিৎসকরা তাদের যোধপুরে (Jodhpur) স্থানান্তরিত করেছে।