Rajasthan Road Accident: কুয়াশায় ঢাকা পথ, স্কুল যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি ধাক্কা, মৃত্যু পড়ুয়ার
রাজস্থানের আজমের জেলায় অমরপুরা-করকেদী রোডে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে পড়ুয়া বোঝাই স্কুল বাস। সাত সকালে রাস্তা কুয়াশায় ঢাকা থাকায় দুই বাসের মধ্যে ধাক্কা লাগে বলে জানাচ্ছে পুলিশ।
জয়পুর, ২ ডিসেম্বরঃ স্কুল বাসের সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে স্কুল বাস চালক সহ এক ছাত্রীর। শনিবার সকালে রাজস্থানের (Rajasthan) আজমের জেলায় অমরপুরা-করকেদী রোডে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে পড়ুয়া বোঝাই স্কুল বাস (Rajasthan Road Accident)। সাত সকালে রাস্তা কুয়াশায় ঢাকা থাকায় দুই বাসের মধ্যে ধাক্কা লাগে বলে জানাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ ওড়িশার ঘাটাগাঁওয়ের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের (দেখুন ছবি)
পুলিশ সূত্রে খবর, আজমের জেলার করকেদী এলাকার এক বেসরকারি স্কুলের বাস এদিন সকালে পড়ুয়াদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকালের রাস্তা কুয়াশায় ঢাকা থাকায় উলটো দিক থেকে আসা বাসটিকে লক্ষ করেননি দুই বাস চালকের কেউই। ফলে মুখোমুখি জোর সংঘর্ষ লাগে।
আরও পড়ুনঃ মত্ত হয়ে গাড়ি চালানোর জের, টোল কর্মীকে সজোরে ধাক্কা
ঘটনায় এক ১৫ বছর বয়সী পড়ুয়া সহ স্কুল বাস চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। যাদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজন পড়ুয়া রয়েছে এবং কিছু বেসরকারি বাসের যাত্রী রয়েছেন।