Rajasthan Road Accident: রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা, জিপ উলটে মৃত পড়ুয়া-সহ ২
পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় একটি জিপ উলটে মৃত্যু হল দুজনের। এদের মধ্যে একজন পড়ুয়াও রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন আরও পাঁচজন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের দাউসা জেলায়।
জয়পুর: পড়ুয়াদের (student) নিয়ে যাওয়ার সময় একটি জিপ (Jeep) উলটে মৃত্যু হল দুজনের। এদের মধ্যে একজন পড়ুয়াও রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন আরও পাঁচজন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) দাউসা (Dausa) জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পড়ুয়াদের নিয়ে জিপটি রাজস্থানের বাস্সি শহর (Bassi town) থেকে আগ্রা (Agra) যাচ্ছিল। রাজস্থানের দাউসা জেলার মানপুর (Manpur) এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা জিপটির টায়ার ফেটে যায়। জিপটির পিছনে ছিল স্কুলের বাদবাকি কর্মচারী ও ছাত্ররা। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। এই দুর্ঘটনার ফলে বাসের যাত্রীরাও জখম হয়। সঙ্গে সঙ্গে সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৩ বছরের এক ছাত্র ও স্কুলের রাঁধুনি ৫৫ বছরের লাল্লুরামকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে চারজন পড়ুয়া ও বাসের একজন হেল্পার জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।