Indian Railways: রেলওয়ে টিকিট ভাড়া ৩০ টাকা থেকে কমে হল ১০ টাকা

ভোটের মুখে রেলওয়ে টিকিটের ভাড়া কমানোর ঘোষণা কেন্দ্র সরকারের।

Train (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: ভোটের মুখে রেলওয়ে টিকিটের ভাড়া (Railway Ticket Fare) কমানোর ঘোষণা কেন্দ্র সরকারের। ট্রেনের সর্বনিম্ন ভাড়া আবার কমিয়ে ১০ টাকা করা হয়েছে। গত তিন বছর ধরে রেলওয়ে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা রেখেছিল,  যে কারণে স্বল্প দূরত্বে ভ্রমণকারীদেরও বেশি দাম দিতে হচ্ছিল, তবে এখন রেলওয়ে বোর্ড সাধারণ টিকিটের ভাড়া ৫০ কিলোমিটার প্রতি ১০ টাকা কমিয়েছে, সামগ্রিক ভাড়া আগের মতোই রয়েছে।

আরও পড়ুন: Anurag Thakur On Viksit Bharat : ২০৪৭ সালের আগেই বিশকিত ভারতের স্বপ্ন পূরণ হবে, জানালেন অনুরাগ ঠাকুর

উল্লেখ্য, করোনার পর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম যাত্রীভাড়া মাথাপিছু ১০ টাকার পরিবর্তে ৩০ টাকা করা হয়। পরে মেল, এক্সপ্রেস ট্রেনের চলাচল স্বাভাবিক হলেও বহু প্যাসেঞ্জার ট্রেনকে এখনও ‘স্পেশাল’ হিসেবেই চালিয়ে যাওয়া হচ্ছে।