Railway Jobs 2023: দশম শ্রেণি পাশ করে রেলে চাকরি, হাজারেরও বেশি পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন
উত্তর-পূর্ব রেলওয়ে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
চাকরি খুজছেন? দশম শ্রেণি পাশ করে রেলে চাকরি করতে চান? তাহলে এই প্রতিবেদন কেবল আপনার জন্যে। উত্তর-পূর্ব রেলওয়ে শিক্ষানবিশ পদে (Apprentice Posts) নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
পদ সংখ্যাঃ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১১০৪টি পদের জন্যে যোগ্য প্রার্থী নেওয়া হবে। মূলত আরসিআর শিক্ষানবিশ পদের (RRC Gorakhpur Apprentice) জন্যে নিয়োগ হবে।
যোগ্যতাঃ
উত্তর-পূর্ব রেলওয়ের আরসিআর শিক্ষানবিশ পদে আবেদনের জন্যে প্রার্থীদের ৫০% নম্বর সহ দশম শ্রেণি পাশ করা বাধ্যতামূলক। এছাড়া আইটিআই শংসাপত্র থাকাও আবশ্যিক।
বয়সসীমাঃ
আবেদনকারী চাকরি পার্থীদের বয়সসীমা বেঁধে দিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে। ২৫ ডিসেম্বর পর্যন্ত পার্থীদের বয়স ১৫ বছরের কম এবং ২৪ বছরের বেশি হওয়া চলবে না।
আবেদন ফিঃ
উত্তর-পূর্ব রেলওয়ের আরসিআর শিক্ষানবিশ পদে আবেদনের জন্যে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউ পার্থীদের থেকে আবেদন মূল্য হিসাবে ১০০ টাকা নেওয়া হবে। এছাড়া অন্যান্য সংরক্ষণ তালিকায় থাকা পার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন।
- কীভাবে আবেদন করবেনঃ
আবেদনের জন্যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ যেতে হবে।
- এরপর হোমপেজে সর্বশেষ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন।
- RRC NER Apprentice Recruitment 2023-এ ক্লিক করুণ।
- পরবর্তী পেজে গিয়ে প্রয়োজনীয় বিবরণ দিয়ে লগ ইন করুণ।
- আবেদনপত্র পূরণ করুন এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- এবার আবেদন ফি দিয়ে আদেবনপত্রটি জমা দিন।
- এবং অতি অবশ্যই আবেদন পত্রের প্রিন্ট বের করে নেবেন।