Pune: গুগল ম্যাপে রাস্তা খুঁজতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
এক হাতে মোবাইল এবং অপর হাতে বাইকের স্টিয়ারিং ঘুরিয়ে হাইওয়েতে উঠতেই জোর ধাক্কা উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে। বাইক থেকে ছিটকে পড়েন দুজনেই।
বাইকে বসে গুগল ম্যাপে (Google Map) রাস্তা খুঁজতে গিয়ে নির্মম পরিণতি হল মহিলার। ট্রাকের ধাক্কায় মৃত্যু ২৩ বছরের যুবতীর। সহকর্মীর সঙ্গে বাইকে করে ভ্রমণ সেরে ফিরছিলেন তিনি। মোবাইলে গুগল ম্যাপে রাস্তা খুঁজতে খুঁজতে হাইওয়েতে ওঠেন দুজনে। বাইক চালক সহকর্মীর এক হাতে মোবাইল অন্যহাতে বাইকের স্টিয়ারিং।
আরও পড়ুনঃ জুটছে না খাবার, নেই শৌচাগার যাওয়ার অনুমতি, নওয়াজউদ্দিনের বাড়িতে বন্দি স্ত্রী আলিয়া!
বেকায়দা হতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ২৩ এর রিদা ইমতিয়াজ মুকাদামের। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক নটরাজ অনিল কুমার। ট্র্যাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুনঃ পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের সঙ্গে মিলে নিজের ১৩ বছরের ছেলেকে খুনের অভিযোগ
এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন মৃতা রিদা এবং নটরাজ। একসঙ্গে বাইক নিয়ে ভ্রমণে গিয়েছিলেন দুজনে। ফেরার সময় রাস্তা গুলিয়ে ফেলেন তাঁরা। তাই গুগল ম্যাপের (Google Map) সাহায্য নিয়ে ম্যাপ দেখে রাস্তা খুঁজে ফিরছিলেন। কিন্তু এক হাতে মোবাইল এবং অপর হাতে বাইকের স্টিয়ারিং ঘুরিয়ে হাইওয়েতে উঠতেই জোর ধাক্কা উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে। বাইক থেকে ছিটকে পড়েন দুজনেই। ঘটনাস্থলেই প্রাণ হারান বাইকের পিছনে বসে থাকা যুবতীর। সঙ্গী গুরুতর আহত।