জনসাধারণই একদিন নীতীশ কুমারকে পাঠ শেখাবে, বললেন শরদ পাওয়ার

নীতীশের বাবা বার ভোলবদলের আচরণে বিস্মিত হয়েছেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার।

Sharad Pawar (Photo Credit: Facebook)

নয়াদিল্লি: নীতীশ কুমার (Nitish Kumar)-এর ১০ বছরে ৫ বার 'ডিগবাজি'। মহাগঠবন্ধন থেকে বেরিয়ে এসে এনডিএ-র শরিক হিসাবে নতুন করে সরকার গড়েছেন নীতীশ। রবিবার বিজেপির সমর্থনে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। লোকসভা ভোটের আগে নীতিশ কুমারের ভোলবদল প্রসঙ্গে অনেক বিরোধী নেতারাই বিভিন্ন মন্তব্য করছেন। নীতীশের এই ভোলবদলকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস।

আরও পড়ুন: West Bengal: নীতিশের জোট ছেড়ে বেরিয়ে যাওয়া মানুষের বিশ্বাসে ধাক্কা, মানুষ এর উত্তর দেবে জানালেন জয়রাম রমেশ

নীতীশের বাবা বার ভোলবদলের আচরণে বিস্মিত হয়েছেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar)। তিনি বলেছেন, মানুষ নীতীশ কুমারকে উপযুক্ত জবাব দেবে।তিনি আরও বলেন, আমি জানি না হঠাৎ কী ঘটেছে, তবে জনসাধারণ অবশ্যই তাঁকে ভবিষ্যতে তাঁর আচরণের জন্য পাঠ শেখাবে...’

দেখুন 



@endif