Prime Minister of Bharat: 'প্রাইম মিনিস্টার অফ ভারত', মোদীর নতুন পরিচয়লিপি আরও উসকে দিল দেশের নাম বদলের জল্পনা

মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথি মঙ্গলবার রাতে প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে। যেখানে নরেন্দ্র মোদীকে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Prime Minister of Bharat (Photo Credits: X)

নয়া দিল্লি, ৬ সেপ্টেম্বরঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতারাতি বদলে গেল দেশের দুই প্রধান কর্মকর্তার পরিচয়। 'প্রেসিডেন্ট অফ ভারত'এর পর সামনে এল 'প্রাইম মিনিস্টার অফ ভারত' (Prime Minister of Bharat) হিসাবে প্রধানমন্ত্রীর 'নতুন' পরিচয়লিপি। যা সরকারি ভাবে দেশের নাম বদলের জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

২০তম ‘আশিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে’ এবং ১৮'তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার এবং বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া যাবেন। মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথি মঙ্গলবার রাতে প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে। যেখানে নরেন্দ্র মোদীকে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বিজেপি বিরোধী জোটের 'ইন্ডিয়া' (INDIA) নামকরণের পর থেকেই তা নিয়ে নানাভাবে সমালোচনা, প্রতিবাদ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। জোটের নামের 'অ্যালার্জি' থেকে এবার দেশের নাম বদলের ভাবনাচিন্তা করছেন প্রধানমন্ত্রী, বিরোধী রাজনৈতিক মহলে সেই জল্পনাই শুরু হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ২০'তম আশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনের ওই নথি তুলে ধরে বিজেপির নিন্দায় লিখেছেন, 'দেখুন মোদী সরকার কতটা বিভ্রান্ত! ২০তম আশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে 'ভারতের প্রধানমন্ত্রী'। এই সব নাটক শুধু বিরোধী জোটের নামকরণ 'ইন্ডিয়া' করা হয়েছে তাই'।

জয়রাম রমেশের টুইট... 

জানা যাচ্ছে, সংসদের আসন বিশেষ অধিবেশনে মোদী সরকার ইন্ডিয়া নাম বদলে 'ভারত' রাখার প্রস্তাব পাস করাতে পারে (India vs Bharat Controversy)। গতকালই, জি ২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রে চোখে পড়ল নজরকারা পরিবর্তন। ইংরাজি হরফে তাতে লেখা 'ভারতের রাষ্ট্রপতি' (প্রেসিডেন্ট অফ ভারত)। দেশের নাম বদলের এই জল্পনায় বিজেপি (BJP) সরকারের কড়া ভাষায় নিন্দা করে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।