'President of Bharat' Row: 'মোদীজি ভয় পাচ্ছেন INDIA-কে', ইন্ডিয়া থেকে ভারত বিতর্কে তোপ তেজস্বীর

ইন্ডিয়া থেকে দেশের নাম ভারত হচ্ছে কি না, সে বিষয়ে সরকারি ঘোষণা না হলেও, রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্র নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এসবের মাঝে এবার বিষয়টি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

Tejashwi Yadav, PM Modi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৫ সেপ্টেম্বর:  জি ২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ভারত বলে যে সম্মোধন রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইন্ডিয়া থেকে দেশের নাম ভারত হচ্ছে কি না, সে বিষয়ে সরকারি ঘোষণা না হলেও, রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্র নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এসবের মাঝে এবার বিষয়টি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

 

তেজস্বী যাদব বলেন, বিরোধী জোট ইন্ডিয়াকে ভয় পাচ্ছেন মোদীজি। এ থেকেই প্রমাণিত। ইন্ডিয়া নামে যদি আপত্তি থাকে প্রধানমন্ত্রীর, তাহলে ভারত নামেও থাকবে। কারণ বিরোধীদের স্লোগানই হল জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া। ইন্ডিয়া এবং ভারত একেবারে এক। বিভ্রান্ত হয়েই কেন্দ্রীয় সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন বিহারের উপমুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রের মোদী সরকার কোন কোন জায়গা থেকে ইন্ডিয়া নাম সারবে বলেও প্রশ্ন তোলেন তেজস্বী যাদব।