National Sports Awards: ৩০ নভেম্বর জাতীয় ক্রীড়া পুরস্কার দেবেন রাষ্ট্রপতি
আগামী ৩০ নভেম্বর মনোনীত ক্রীড়াবিদদের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার একথাই জানানো হল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে।
নয়াদিল্লি: আগামী ৩০ নভেম্বর মনোনীত ক্রীড়াবিদদের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার (National Sports Awards) তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। সোমবার একথাই জানানো হল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের পক্ষ (Ministry of Youth Affairs & Sports) থেকে।
যুব ও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award) দেওয়া হচ্ছে ভারতের বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় শরত কমল অচন্তকে (Sharath Kamal Achanta)। আর খেলায় অসাধারণ কৃতিত্বের (outstanding performance) জন্য ২৫ জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার (Arjuna Awards) দেওয়া হবে।