Padma Awards 2023: ঘোষণা হল ২০২৩ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের নাম, দেখে নিন কারা আছেন কোন তালিকায়
২০২৩ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ১০৬ জনের নামে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি) দৌপদ্রী মুর্মু। এবছর ৬ জনকে পদ্মবিভূষণ, ৯ জনকে পদ্মভূষণ ও ৯১ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
নয়াদিল্লি: ২০২৩ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ১০৬ জনের নামে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি (President) দৌপদ্রী মুর্মু (Droupadi Murmu)। এবছর ৬ জনকে পদ্মবিভূষণ (Padma Vibhushan), ৯ জনকে পদ্মভূষণ (Padma Bhushan) ও ৯১ জনকে পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। পুরস্কারপ্রাপকের মধ্যে ১৯ জন মহিলা ও ২ জন বিদেশি/প্রবাসী ভারতীয়/পিআইও/ওসিআই ও সাত জন পোস্টথুমাস রয়েছেন।
২০২৩ সালের ৬ জন পদ্মবিভূষণপ্রাপকদের মধ্যে রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (SP patron Mulayam Singh Yadav), বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হুসেন (Zakir Hussain), ওআরএসের সৃষ্টিকর্তা প্রয়াত দিলীপ মহালনবীশ (ORS pioneer Dilip Mahalanabis), এসএম কৃষ্ণা ও শ্রীনিবাস বর্ধন।
পদ্মভূষণ (Padma Bhushan) পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি সুধামূর্তি (Sudha Murty), কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla)-সহ ৯ জন। আর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে প্রয়াত (মরণোত্তর) রাকেশ রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা (Rakesh Radheshyam Jhunjhunwala) এবং আরআরআর সিনেমার কম্পোজার এমএম কিরাভান্নি (RRR movie composer MM Keeravaani), বলিউড অভিনেত্রী রবীনা রবি ট্যান্ডন (Raveena Ravi Tandon)-সহ ৯১ জনকে।