Narendra Modi's Birthday:মোদীর জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরল সোশ্যাল মিডিয়া, বিশেষ দিনে কী কর্মসূচি নমোর?
সকালেই মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে(Eknath Shinde)। মোদীর হাত ধরেই ভারত অগ্রগতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
নয়াদিল্লিঃ আজ, ১৭ সেপ্টেম্বর ৭৪ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। জন্মদিন(Birthday) উপলক্ষে সকাল থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা(Wishes) বার্তায় ভরাচ্ছেন অনেকেই। সকালেই মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে(Eknath Shinde)। মোদীর হাত ধরেই ভারত অগ্রগতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় ২১ এর দশককে ভারতের বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, "২১ এর দশকটা শুধু ভারতের। কারণ মোদী আমাদের নেতা।" এ ছাড়া মোদীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন এক্স হ্যান্ডেলে মানিক সাহা লেখেন, "দূরদর্শী নেতা এবং মা ভারতীর মহান পুত্র, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিকে উষ্ণ জন্মদিনের শুভেচ্ছা।" তিনি আরও যোগ করেন " শক্তিশালী এবং সমৃদ্ধ ভারতের জন্য আপনার দৃষ্টিভঙ্গি প্রতিটি হৃদয়কে অনুপ্রেরণা জোগায়। আপনার নেতৃত্ব এবং অটল উত্সর্গ ভারতকে রূপান্তরিত করে এবং আগামী প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করে!" অন্যদিকে আজ তৃতীয় মোদী সরকারের ১০০ দিন পার। আজ এই বিশেষ দিনে ভুবনেশ্বরের গাদাকানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ২৬ লক্ষ উদ্বোধন করবেন।
মোদীর জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরল সোশ্যাল মিডিয়া