Raksha Bandhan 2023 Wishes: রাখি বন্ধন উপলক্ষে দেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
নয়াদিল্লি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যেই রাখি উপলক্ষ্যে দেশের বোনেদের জন্য বিশেষ উপহার দিয়েছেন প্রধান মন্ত্রী (PM Narendra Modi)। গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে। এতে উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্যাস সিলিন্ডারের মোট ভর্তুকি এখন ৪০০ টাকা হয়েছে। আরও পড়ুন : LPG Cylinder Price Cut: গ্য়াসের দাম ২০০ টাকা কমিয়ে হাতে রাখির গিফট, মনে ভোটের চিন্তা মোদীর?
নরেন্দ্র মোদী টুইট করেছেন, “আমার পরিবারের সকল সদস্যদের রাখি বন্ধনের শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতি নিবেদিত এই রাখি বন্ধনের শুভ উৎসব আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন। কামনা করি, এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে আরও দৃঢ় করে তুলুক।”
দেখুন টুইট
मेरे सभी परिवारजनों को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। बहन और भाई के बीच अटूट विश्वास और अगाध प्रेम को समर्पित रक्षाबंधन का ये पावन पर्व, हमारी संस्कृति का पवित्र प्रतिबिंब है। मेरी कामना है, यह पर्व हर किसी के जीवन में स्नेह, सद्भाव और सौहार्द की भावना को और प्रगाढ़ करे।
— Narendra Modi (@narendramodi) August 30, 2023