PM Modi Pays Tribute: পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী
পণ্ডিত জওহরলাল নেহরুর (Pandit Jawaharlal Nehru) জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: পণ্ডিত জওহরলাল নেহরুর (Pandit Jawaharlal Nehru) জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখছেন, ‘আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।' দেখুন-
১৮৮৯ সালের ১৪ নভেম্বর, জন্মগ্রহণ করেছিলেন জওহরলাল নেহরু। তৎকালীন এলাহাবাদে জন্মগ্রহণ করেন জওহরলাল নেহরু। তিনি কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন ১৯৬৪ সালে মারা যান। তিনি একজন চমৎকার লেখক ও ইতিহাসবিদও ছিলেন। পন্ডিত নেহেরুকে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়, তিনি শিশুদের খুব পছন্দ করতেন। শিশুরা ভালোবেসে নেহরুকে চাচাজি বলে ডাকত। তাঁর জন্মবার্ষিকীতে দেশ জুড়ে শিশু দিবস (Childrens Day) হিসেবে পালিত হয়।