Rahul Gandhi: ভগবান কি শুধুই আদানিদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে নির্দেশ দেয়? প্রশ্ন রাহুল গান্ধীর
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি ও কংগ্রেস।
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে । দুই দলই জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। বিশেষ করে কংগ্রে কৃষি বিল ইস্যুকে হাতিয়ার করে হরিয়ানায় সরকার গড়তে চাইছে। সোমবার আম্বালাতে এসে মোদীর (PM Narendra Modi) অ-জৈবিক মন্তব্যকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সঙ্গে কৃষকদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতিও দেন রাহুল। এদিন দিদি প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে ভোটপ্রচারে বেরিয়েছিলেন রাহুল। সেখানেই তিনি বলেন, "প্রধানমন্ত্রী নিজেকে মানুষ হিসেবে বিবেচনাই করেন না। তিনি নিজেকে অ-জৈবিক হিসেবে মনে করেন। তাঁর বিশ্বাস ইশ্বরই নাকি তাঁকে পাঠিয়েছে। ফলে ইশ্বর যা নির্দেশ দেন সেই অনুযায়ী তিনি কাজ করেন। তাই যদি হয়, তাহলে ইশ্বর কি তাঁকে শুধু আদানিকেই সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে নির্দেশ দেন"?
রাহুল গান্ধী এদিন ভোটপ্রচারে প্রতিশ্রুতি দেন বিজেপিকে সরিয়ে জনগণ যদি কংগ্রেসকে সরকার বানানোর সুযোগ দেয় তাহলে ট্যাক্সের টাকা তাঁদের জন্যই খরচ হবে। ভোটে জিতলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ঠুকবে ২ হাজার টাকা। কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হবে। ২ লক্ষ যুবককে হরিয়ানা সরকারে চাকরি দেওয়া হবে। আর এই চাকরি সমস্ত ধর্ম, জাতির মানুষকে সমানভাবে দেওয়া হবে। কংগ্রেস চায় না রাজ্যবাসীর পকেটের টাকা আম্বানী-আদানিদের পকেটে ঢুকুক। বরং কংগ্রে চায় গরীব, মধ্যবিত্ত, দোকানদার, কৃষক মানুষদের পকেটে প্রতিমাসে টাকা দিতে।