IndiGo Airline: মাঝ আকাশে হঠাৎই অসুস্থ যাত্রী, ইন্ডিগো-র জরুরি অবতরণের পরও মৃত্যু ব্যক্তির     

মাঝ আকাশে আচমকা অসুস্থবোধ করেন এক যাত্রী। মুখ থেকে রক্ত উঠতে থাকে তাঁর। অবস্থা বেগতিক বুঝে আপৎকালীন ল্যান্ডিং করানো হয় বিমানের।

IndiGo Airline (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৫ জানিয়ারিঃ মাঝ আকাশে আচমকা অসুস্থবোধ করেন এক যাত্রী। মুখ থেকে রক্ত উঠতে থাকে তাঁর। অবস্থা বেগতিক বুঝে আপৎকালীন ল্যান্ডিং করানো হয় বিমানের। ইন্দোর বিমানবন্দরে (Indore Airport) ইন্ডিগো বিমানটির ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের পর অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তুষারপাতে বন্ধ রাস্তা খুলতে কাশ্মীরে চলছে বরফ ভাঙার মেশিন, হিমাচলে আবার সেজে উঠেছে মান্ডি: ভিডিয়ো

সূত্রের খবর, ওই মৃত ব্যক্তির নাম অতুল গুপ্ত। বয়স ৬০ এর কাছাকাছি। শনিবার মাদুরাই থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানটিতে (Madurai To Delhi Flight IndiGo) যাত্রা করছিলেন তিনি। ইন্দোর বিমানবন্দর (IndiaGo Flight) থেকে বিমানটি ছাড়তেই মাঝ আকাশে হঠাৎই ওই ব্যক্তি মুখর থেকে রক্ত উঠতে থাকে। যাত্রী মাঝ আকাশে অসুস্থবোধ করায় ইন্ডিগো-র জরুরি অবতরণ করানো হয়। বিকেল ৫:৩০ এর দিকে বিমানটিকে নামানো হয়। বিমানবন্দরের হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অতুল গুপ্ত নামে ওই যাত্রীকে। কিন্তু সেখানে পৌঁছাতে চিকিৎসকরা তাঁকে মৃত বলেই জানান। মৃত্যু হয় নয়ডা নিবাসী ৬০ বছরের অতুল গুপ্তের।

চিকিৎসকরা জানান, ওই মৃত ব্যক্তি ব্লাড প্রেসার এবং ডায়াবেটিসের রোগী ছিলেন। অবশেষে ইন্ডিগো বিমানটি ইন্দোর বিমানবন্দর থেকে এদিন ৬:৪০ এ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।