Nawaz Sharif Return Pakistan: পাকিস্তানে ফিরতেই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়ে উচ্ছ্বাস সমর্থকদের, ভিডিয়োতে শুনুন মরিয়ম নওয়াজ শরিফের বক্তব্য
দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে শনিবার দেশে ফিরেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) -এর প্রধান নওয়াজ শরিফ।
লাহোর: দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে শনিবার দেশে ফিরেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) (former PM and Pakistan Muslim League-Nawaz (PML-N) supremo Nawaz Sharif)-এর প্রধান নওয়াজ শরিফ (Nawaz Sharif)। তাঁকে স্বাগত জানাতে লাহোরের মিনার-ই-ময়দান জড়ো হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী ও সমর্থকরা। যে জনজোয়ারের ছবি দেখে চমকে উঠেছেন নওয়াজের বিরোধীরা।
বাবার দেশে ফেরার আনন্দে জনজোয়ার দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নওয়াজ শরিফের কন্যা (daughter) মরিয়ম নওয়াজ শরিফ (Maryam Nawaz Sharif)। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "নওয়াজ শরিফ এবং সাধারণ মানুষের মধ্যেকার বন্ধন (bond) রক্তের সম্পর্কেরও (blood relation) থেকে শক্তিশালী। কেউ এটা ভাঙতে (break) পারবে না। যারা এটা ভাঙতে চাইছিল তারা দেখতে পাচ্ছে আজকে তা কতটা শক্তিশালী (stronger) হয়েছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন আর্থিক দুর্নীতির করেছিলেন। এই অভিযোগে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসার পরেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল নওয়াজ শরিফের নামে। গ্রেফতারি এড়াতে বিদেশে চলে যান নওয়াজ। আজ সেই সমস্যা কিছুটা মেটায় পাকিস্তানের ফেরেন তিনি। আর তাঁর দেশে ফেরার আনন্দে উচ্ছ্বসিত নওয়াজ অনুগামীরা লাহোরের রাস্তায় শোভাযাত্রাও বের করেন। যা দেখে আপ্লুত নওয়াজ ও তাঁর পরিবারের লোকেরা। আরও পড়ুন: Qamar Javed Bajwa: সন্দেহজনক লেনদেনের তদন্তের জন্য পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া-এর আত্মীয়কে তলব করেছে FIA
দেখুন ভিডিয়ো: