Imran Khan To Get Arrested Again? আমাকে ফের গ্রেফতারের চেষ্টা চলছে, টুইট ইমরান খানের
ম্প্রতি পাকিস্তানের আদালত ইমরান খানের গ্রেফতারিকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
সম্প্রতি পাকিস্তানের আদালত ইমরান খানের গ্রেফতারিকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan's former chief minister Imran Khan)। কিন্তু, বুধবার ফের ইমরান খানের বাড়ি চারিদিক দিয়ে ঘিরে ফেলে পাকিস্তানের পুলিশ।
এরপরই টুইট করে পিটিআই (PTI) প্রধান ইমরান খান জানান,ঠসম্ভবত আমাকে ফের গ্রেফতার (arrest) করার আগে এটাই আমার শেষ টুইট (tweet)। আমার বাড়ির চারিদিন ঘিরে রেখেছে পুলিশ (Police)।