Odisha Train Tragedy: করমণ্ডল দুর্ঘটনায় এখনও অশনাক্ত ২৮টি দেহ, চার মাস পর এবার দাহ করবে প্রশাসন

দুর্ঘটনার চার মাস অতিক্রান্ত। ভুবনেশ্বর এমসে এখনও ২৮টি দেহ অশনাক্ত হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা দেহগুলো। যাদের দাবি চার মাস পরেও কেউ করতে আসেনি। তাই আর অপেক্ষা নয়। এবার অশনাক্ত দেহগুলো সৎকার করা হবে বলে রবিবার জানিয়ে দিয়েছে ভুবনেশ্বর পুরসভা কর্তৃপক্ষ।

Coromandel Express Accident Aerial visuals (Photo Credits: ANI)

ভুবনেশ্বর, ৯ অক্টোবরঃ ২ জুন দেশ তো বটেই গোটা বিশ্বের কাছে এক অভিশপ্ত দিন ছিল। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandal Express Accident)। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছিল। সেই দুর্ঘটনার চার মাস অতিক্রান্ত। ভুবনেশ্বর এমসে (AIIMS Bhubaneswar) এখনও ২৮টি দেহ অশনাক্ত হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা দেহগুলো। যাদের দাবি চার মাস পরেও কেউ করতে আসেনি। তাই আর অপেক্ষা নয়। এবার অশনাক্ত দেহগুলো সৎকার করা হবে বলে রবিবার জানিয়ে দিয়েছে ভুবনেশ্বর পুরসভা কর্তৃপক্ষ।

করমন্ডল ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Tragedy) অশনাক্ত দেহগুলোর সঠিক দাবিদার কিংবা আত্মীয়-পরিজনের খোঁজ পাওয়া না যাওয়ায় প্রশাসনের উদ্যোগেই এবার দেহ দাহ করা হবে বলেই জানিয়েছে ভুবনেশ্বর পুরসভা কর্তৃপক্ষ (BMC)। ওড়িশার বালেশ্বরে শালিমার-চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। তাই সিবিআইয়ের উপস্থিতিতেই ভুবনেশ্বর এমস থেকে ২৮টি অশনাক্ত দেহ পুরসভার হাতে তুলে দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার তদন্ত বাহিনীর তত্ত্বাবধানেই হবে সৎকার পর্ব।

সূত্রের খবর, দুর্ঘটনায় অশনাক্ত দেহগুলির সৎকার করার জন্যে খুরদা জেলাশাসককে একটি চিঠি লিখেছিল সিবিআই আধিকারিক। ভুবনেশ্বর এমসে থাকা ওই ২৮টি দেহ যাতে নির্বিঘ্নে দাহ করা হয় সেই অনুরোধ জানানো হয়েছিল। জানা যাচ্ছে, সত্যনগর এবং ভরতপুরের শ্মশানে দাহ করা হবে মৃতদেহগুলিকে। পুরো  প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফির মাধ্যমে রেকর্ডও করা হবে।