Cyclone Dana: উপকূলে ডানা আছড়ে পড়ার পর ওড়িশা এখন সুরক্ষিত রয়েছে, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর

সাইক্লোন ডানা ল্যান্ডফল হওয়ার পর থেকে ঝড়বৃষ্টি অব্যাহত বাংলা ও ওড়িশায়। তবে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এই ঘূর্ণিঝড়।

সাইক্লোন ডানা ল্যান্ডফল হওয়ার পর থেকে ঝড়বৃষ্টি অব্যাহত বাংলা ও ওড়িশায়। তবে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এই ঘূর্ণিঝড়। এই ডানার সবথেকে বেশি প্রভাব পড়েছে ওড়িশায়। বিশেষ করে কৃষিক্ষেত্রে কয়েক হেক্টর ফসল নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। ওড়িশার পাশাপাশি বাংলাতেও লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়েছে। তবে শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (CM Mohan Charan Majhi) জানিয়ে দেন, ডানা থেকে সুরক্ষিত রয়েছে রাজ্য। এমনকী দুর্যোগ নিয়ে আর কোনও আশঙ্কা না করারই বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে কোনও বড়সড় অঘটন ঘটেনি বলে নিশ্চিত করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

এদিন প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, "সাইক্লোন ল্যান্ডফল করার পর অনেকটা সময় কেটে গিয়েছে। আর সেরকম কোনও বিপদের আশঙ্কা নেই। আমি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সকলে মিলে পরিস্থিতির পর্যালোচনা করেছি। কোনও হতাহতের খবর নেই। আমরা ৮ লক্ষ মানুষকে সুরক্ষিতভাবে উদ্ধার করেছি। তাঁদের জন্য এখনও একাধিক ত্রাণশিবির খোলা রয়েছে"।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "ইলেকট্রিক তার ও পোস্ট সংস্কারের কাজ চলছে। তবে এখনও বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। প্রায় ১,৭৫ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বুধবালাঙ্গা নদী প্লাবিত হলেও এখনও সেটি বিপদসীমার নীচেই বইছে। প্রশাসন সবধরণের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে"।



@endif