Noida: আপত্তিকর ভিডিয়ো ফাঁসের ভয় দেখিয়ে তরুণীকে পাঁচ মাস ধরে গণধর্ষণ, অভিযুক্ত ৩

তাঁদের মধ্যে একজনের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। প্রেম ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক। তাঁকে না জানিয়ে তাঁর আপত্তিকর কিছু ভিডিয়ো রেকর্ডও করে সে।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়ডা, ২০ জানুয়ারিঃ অষ্টম শ্রেণীর ছাত্রীকে তাঁর অশ্লীল ভিডিয়ো ফাঁসের হুমকি দিয়ে দীর্ঘ পাঁচ মাস যাবত ধর্ষণ করে গিয়েছে গ্রেটার নয়ডার তিন যুবক। জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজনের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। প্রেম ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক। তাঁকে না জানিয়ে তাঁর আপত্তিকর কিছু ভিডিয়ো রেকর্ডও করে সে। পরবর্তীকালে সেই ভিডিয়ো ফাঁসের হুমকি দিয়ে দিনের পর দিন তরুণীর সঙ্গে সঙ্গম চালিয়ে গিয়েছে অভিযুক্ত। শুধু সে একা নয়। তরুণীকে বাধ্য করেছে যুবকের দুই বন্ধুর সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করতে। আপত্তিকর ভিডিয়ো ফাঁস থেকে শুরু করে প্রাণনাশের হুমকি দিয়েছিল অভিযুক্তরা।

আরও পড়ুনঃ বাবা-মেয়ের সঙ্গে ঝগড়া করে মামারবাড়ি যাওয়ার পথে ধর্ষণ নাবালিকা

পাঁচ মাস যাবত এই অত্যাচার সহ্য করার পর বাধ্য হয়ে নির্যাতিতা তরুণী তাঁর বাড়িতে জানায় সবকিছু। এরপর তাঁর মা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান তিনি যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির অধীনে 376 D, 354 C, 506 ধারায় তিন অভিযুক্তের বিরুদ্ধে এফআইার দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তিন অভিযুক্তের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তদন্ত জারি রেখেছে। খুব শীঘ্রই অভিযুক্তের গ্রেফতার করতে পারবেন বলেই আশ্বস্ত করেছেন গ্রেটার নয়ডার অ্যাডিশনল ডেপুটি পুলিশ কমিশনর।



@endif