Odisha Train Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় জখম যশবন্তপুরের জেনারেল কোচের যাত্রীরা, সুরক্ষিত রিজার্ভের যাত্রীরা
দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই পাশের লাইন থেকে পার হচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। করমন্ডলের বেলাইন হওয়া বগিতে ধাক্কা লেগে যশবন্তপুরের চারটি বগি লাইনচ্যুত হয়।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশা বালেশ্বরে বাহানাগা স্টেশনের কাছে ভয়ংকর ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) মুখোমুখি হয় শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস (Shalimar Chennai Coromandel Express Accident)। মালগাড়ির সঙ্গে জোর ধাক্কায় লাইন থেকে ছিটকে যায় আস্ত ট্রেন। করমন্ডলের ১৭টি বগি লাইনচ্যুত হয়েছে। কিছু বগি মালগাড়ির উপর উঠে পড়েছে। এদিন দুর্ঘটনার কবলে পড়েছে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। ট্রেনের চারটি বগি বেলাইন হয়েছে। শনিবার রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওড়িশা ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস ক্ষতিগ্রস্থ হলেও এই ট্রেনের কোন যাত্রীর প্রাণহানি হয়নি।
ওড়িশার বালেশ্বরে একসঙ্গে দুর্ঘটনার মুখোমুখি তিনটি ট্রেন (Odisha Train Accident)। দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬১। জখম ৯০০ বেশি যাত্রী। মৃতদের প্রতেকেই শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের যাত্রী (Coromandel Express Accident)। অপর দিকে যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেসে কোন হতাহতের খবর মেলেনি। চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের জেনারেল কোচের বেশ কিছু যাত্রী চোট পেয়েছেন। কিন্তু রিজার্ভ কোচের প্রত্যেক যাত্রী অক্ষত রয়েছেন বলেই খবর।
সন্ধ্যে ৭টা নাগাদ বাহানাগা স্টেশনের কাছে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমন্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident)। লাইন থেকে বেরিয়ে যায় ট্রেনের একাধিক কামরা। দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই পাশের লাইন থেকে পার হচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। করমন্ডলের বেলাইন হওয়া বগিতে ধাক্কা লেগে যশবন্তপুরের চারটি বগি লাইনচ্যুত হয়।
গত দু দশকে ভারতের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা হিসেবে এটিকে দেখা হচ্ছে। এক ইউরোপিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিৎ তথ্য অনুযায়ী, ২০০৪ সালের পর এটিই বিশ্বের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।