Mamata Banerjee: নীতীশ 'প্রস্থান' জোটের জন্যে লাভের, বিহারের রাজনৈতিক সংকটে মুখ খুললেন মমতা
তবে জোট ছেড়ে নীতীশ বেরিয়ে গেলে 'ইন্ডিয়া'য় কতটা প্রভাব পড়তে চলেছে? বিহারে রাজনৈতিক সংকট পরিস্থিতিতে তৃণমূল নেত্রী তথা 'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নীতীশের জোট প্রস্থান, জোটের জন্যেই ভালো।
'ইন্ডিয়া' জোটে (INDIA Bloc) কোণঠাসা হচ্ছিলেন নীতিশ কুমার (Nitish Kumar)। তাই একপ্রকার নিজের রাজনৈতিক অস্তিস্ব টিকিয়ে রাখতে ফের একবার বিজেপির (BJP) হাত ধরতে চলেছেন জেডিইউ প্রধান। তবে জোট ছেড়ে নীতীশ বেরিয়ে গেলে 'ইন্ডিয়া'য় কতটা প্রভাব পড়তে চলেছে? বিহারে রাজনৈতিক সংকট পরিস্থিতিতে তৃণমূল নেত্রী তথা 'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নীতীশের জোট প্রস্থান, জোটের জন্যেই ভালো। শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনে গভর্নর সিভি আনন্দ বোস আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।
আরও পড়ুনঃ তীশের ডিগবাজিতে দরকার চাণক্যের চাল, বিহার সামলাতে বঙ্গ সফর বাতিল অমিত শাহর
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামীকাল ২৮ জানিয়ারি এনডিএ-র নেতা হিসাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার। তবে বিহারের বিজেপি নেতৃত্বরা নীতীশের এনডিএ-তে ফেরা নিয়ে খুব একটা খুশি নয়। এনডিএ ছেড়ে বিহারে আরজেডি-কংগ্রেস-বামেদের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ গঠন। সেই মহাজোট ছেড়ে ফের একবার বিজেপির ছত্রছায়ায় আসতে চাওয়ায় নীতীশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিহার (Bihar) বিজেপির শীর্ষ নেতৃত্বরা।
অন্যদিকে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের হাত শক্ত করে ধরে রাখলেও বঙ্গে মমতা 'একলা চলো' নীতি গ্রহণ করেছেন। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না বলে বুধবার সেই অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূল। আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোটের শরিক হয়ে নয় বরং একাই লড়বে শাসক দল।