Delhi Blast: সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্তে এনএসজি টিম, সামনে এল চাঞ্চল্যকর ভিডিয়ো

রবিবাসরীয় সকালে বিকট আওয়াজে ঘুম ভেঙেছিল দিল্লির প্রশান্ত বিহার এলাকার বাসিন্দাদের। রোহিনী জেলায় অবস্থিত র সামনে কীসের জন্য এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল, এই নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

রবিবাসরীয় সকালে বিকট আওয়াজে ঘুম ভেঙেছিল দিল্লির প্রশান্ত বিহার এলাকার বাসিন্দাদের। রোহিনী জেলায় অবস্থিত র সামনে কীসের জন্য এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল, এই নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। এবার এই তদন্তে যোগ দিলেন এনএসজি কম্যান্ডো ও এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, স্নিফার ডগ ও অত্যাধুনিক যন্ত্র দিয়ে তদন্ত চালাচ্ছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ সামনে আসেনি। তবে ইতিমধ্যেই এই বিস্ফোরণ সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকার একাংশ এবং তাঁর কয়েক সেকেন্ডে আগে ভয়াবহ একটি শব্দও হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি বাড়ির ছাদ কেউ বা কারা এই ভিডিয়ো রেকর্ড করেছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মুখ্যমন্ত্রী অতিশি বলেছেন, "দিল্লির আইনশৃঙ্খলা বজায় রাখা কেন্দ্র সরকারের দায়িত্ব। কিন্তু সেই সবে টাকা খরচ না করে, কেন্দ্র শুধু রাজ্য সরকারকে ফেলার পরিকল্পনা করছে। সেই কারণে রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। দিল্লির অবস্থা বর্তমানে ৯০-এর দশকের মুম্বই আন্ডারওয়াল্ডের মতো হয়ে যাচ্ছে"।