Air India Flight (Photo Credits Wikimedia Commons)

নয়া দিল্লি, ১৮ এপ্রিলঃ বৃদ্ধি পাচ্ছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কর্মীদের বেতন (Salary Hike for Air India Employees)। টাটা মালিকানাধীন (Tata Group) এয়ারলাইন সংস্থা এয়ার ইন্ডিয়া তার পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু সমস্ত বিমান কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন বিভাগে কর্মীদের জন্যে নতুন বেতন পরিকাঠামো আনছে এয়ার ইন্ডিয়া (Air India)।

টাটা মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) কর্মীদের জন্যে আগামী পাঁচ বছরের নতুন বেতন পরিকাঠামো (Air India New Pay Structure ) তৈরি করেছে। এই নতুন বেতন পরিকাঠামোর অধীনে রয়েছে এয়ার এশিয়া ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা। ২,৭০০ জন এয়ার ইন্ডিয়া বিমান চালকের বেতন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ৫,৬০০ জন কেবন ক্রুর বেতন বাড়ানো হচ্ছে।

এছাড়া এও জানা গিয়েছে, যে সমস্ত সিনিয়র বিমান চালকরা চার পাঁচ বছর ধরে কম্যান্ডার হিসাবে কাজ করে আসছেন তাঁদের পদন্নোতি ঘটবে এবং তাঁরা সিনিয়র কম্যান্ডর হসাবে কাজ করবেন।

সংস্থার ট্রেনি কিংবা নবিশ সে সকল কেবন ক্রু রয়েছেন তাঁদের বেতনও ২০% বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Flight Delayed: ২০ ঘণ্টা অপেক্ষার পর বাতিল বিমান, গরমে অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা

Cyclone Remal:রেমালের চোখরাঙানির জের, কলকাতা থেকে মুম্বইগামী বিমানের ভাড়া ৭৯,৪০৩ টাকা!

Iran-Israel Conflict: ইজরায়েল-ইরানের যুদ্ধমুখী পরিস্থিতি, ৩০ এপ্রিল পর্যন্ত তেল আভিভে বিমান চলাচল বাতিল এয়ার ইন্ডিয়ার

Air India: মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত যাত্রী, বিমানে উপস্থিত চিকিৎসকের তৎপরতায় মহিলার প্রাণরক্ষা

Bengaluru: ব্যাগে বোমা রয়েছে, বিমানবন্দরে রসিকতার খেসারত হাজতে

Veg Meal with Chicken Pieces: বিমানে নিরামিষ খাবারের মধ্যে মাংসের টুকরো, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রী

Bharat Ki Beti: 'স্লাম গার্ল'-এর পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করে কী বললেন 'ভারত কি বেটি' ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, দেখুন ভিডিয়ো

Khalistani Terrorist Killing Row: এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে আশঙ্কা, খালিস্তানি জঙ্গি সংগঠনের হুমকির জেরে কড়া নিরাপত্তা, জানাল কানাডা