Rajdhani Express: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস, গা ফিলতির অভিযোগে সাসপেন্ড গেটম্যান
চালক সঠিক সময়ে ব্রেক কষে ট্রেন না থামাতেন। এই ঘটনার জন্যে গা ফিলতির অভিযোগে নির্দিষ্ট গেটম্যানকে রেল সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে।
ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) যে ভয়াবহতা বিশ্ববাসী দেখল, সেই ক্ষত পূরণ হতে এখনও অনেক সময় লেগে যাবে। করমন্ডলের ঘা এখনও তাজা এরই মাঝে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। কোন মতে সেই দুর্ঘটনা এড়াল নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (New Delhi-Bhubaneswar Rajdhani Express)। মঙ্গলবার পুরুলিয়ার সাঁওতালডিহির কাছে ঘটে এই দুর্ঘটনা।
রেলওয়ে সূত্রে খবর, নয়া দিল্লি থেকে ভুবনেশ্বরগামী ওই রাজধানী এক্সপ্রেসটি মঙ্গলবার সন্ধ্যাবেলা দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুরি শাখা পার হচ্ছিল। আর সেই সময়ে রেলওয়ে ক্রসিংয়ের একটি ডেজেল বহনকারী ট্রাক্টর খারাপ হয়ে যায়। ফলে রেলগেট এবং লাইনের মাঝে আটকে পড়ে বিকল হওয়া ট্রাক্টরটি। সেই ট্রাক্টরের সঙ্গে রাজধানীর (Rajdhani Express) ধাক্কায় বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটেতে পারত। কিন্তু ট্রাক্টরটিকে রেলগেট এবং লাইনের মাঝে আটকে পড়ে দাঁড়িয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষে রাজধানী থামিয়ে দেয় চলক। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী (Rajdhani Express)।
তবে ট্রেন আচমকা থেমে যাওয়ায় রাজধানীর (New Delhi-Bhubaneswar Rajdhani Express) মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বহু যাত্রী ভয় ট্রেন থেকে নেমে পড়েন। তবে রেল সূত্রে খবর, এই ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি। তবে হতে পারত যদি চালক সঠিক সময়ে ব্রেক কষে ট্রেন না থামাতেন। এই ঘটনার জন্যে গা ফিলতির অভিযোগে নির্দিষ্ট গেটম্যানকে রেল সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে।