Baba Siddiqui Murder Case: বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত, বাকিদের খোঁজে জারি তল্লাশি অভিযান
বাবা সিদ্দিকির হত্যা মামলায় পুলিশের জালে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরও এক সদস্য। জানা যাচ্ছে হরিয়ানার কৈথাল এলাকার বাসিন্দা বছর ২৯-এর অমিত হিসামসিং কুমারকে বুধবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
বাবা সিদ্দিকির হত্যা মামলায় পুলিশের জালে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরও এক সদস্য। জানা যাচ্ছে হরিয়ানার কৈথাল এলাকার বাসিন্দা বছর ২৯-এর অমিত হিসামসিং কুমারকে {Amit Hisamsing Kumar} বুধবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। জানা যাচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও অস্ত্র আইনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশসূত্রে খবর বাবা সিদ্দিকি খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত গুরলিন ও জিসান আখতারের সহযোগী ছিল অমিত। এবং জিসানের ঘনিষ্ঠ বন্ধু ছিল বলেও জানা গিয়েছে। এখনও এই ঘটনায় বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, ১২ অক্টোবর মুম্বই বান্দ্রা এলাকায় ছেলে জিসান সিদ্দিকির অফিসের সামনে গুলিবিদ্ধ হন বাবা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, এই ঘটনার সাখে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে। যাঁরা সুপারস্টার সলমন খানকে থুন করার জন্য দীর্ঘদিন পরিকল্পনা চালাচ্ছে। এবার সেই ভাইজানেরই ঘনিষ্ঠ বিধায়ককে খুন করল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।