BJP Manifesto: বিদ্যুতের শূন্য বিল থেকে বিনামূল্যে রেশন, মোদীর গ্যারান্টি নিয়ে বিজেপি প্রকাশ করল পাঁচ বছরের 'সংকল্প পত্র'
বিজেপির ইস্তাহারে মহিলা, যুব, কৃষক এবং গরিব মানুষদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয়বারের জন্যে ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর দেশবাসীর উন্নয়নে কী কী প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী, চলুন দেখে নেওয়া যাক।
নয়া দিল্লি, ১৪ এপ্রিলঃ হাতে আর মাত্র চারদিন বাকি। আগামী শুক্রবার থেকে শুরু লোকসভা ভোটের লড়াই। দিল্লির মসনদে আগামী পাঁচবছর কার দখলে থাকবে সেই লড়াই। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের মুখে বিজেপি প্রকাশ করল ইস্তাহার। মোদী গ্যারান্টির উপরেই জোর দিয়েছে গেরুয়া শিবিরের 'সংকল্প পত্র'। তৃতীয়বারের জন্যে ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর দেশবাসীর উন্নয়নে কী কী প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী, চলুন দেখে নেওয়া যাক।
রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত হয়েছে ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির ইস্তাহারে মহিলা, যুব, কৃষক এবং গরিব মানুষদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মোদীর সংকল্প পত্র...
- ক্ষমতায় এলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে মোদী ৩.০ সরকার।
- ভারতে 'এক দেশ এক ভোট' প্রক্রিয়া কর্যকর করা হবে।
- আগামী ৫ বছরের জন্যে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া হবে।
- জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে। মোদীর 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের অধীনে ৭০ বছরের উর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
- চালু করা হবে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস।
- আগামী পাঁচ বছর আরও ৩ কোটি পাকাবাড়ি দেওয়া হবে।
- এছাড়া সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে দেশের কয়েক কোটি পরিবারের বিদ্যুতের বিল 'শূন্য' করে দেওয়া হবে সহ একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে বিজেপির সংকল্প পত্রে।