Patient Plays Saxophone: OMG! অপারেশনের সময় টানা ৯ ঘণ্টা স্যাক্সোফোন বাজালেন রোগী
চিকিৎসকরা অপারেশন করাকালীন টানা ৯ ঘণ্টা ধরে স্যাক্সোফোন বাজালেন জিজেড। ঘুরে ফিরে চিকিৎসকদের শোনালেন ১৯৭০ সালে প্রকাশিত হলিউডের বিখ্যাত সিনেমা লাভ স্টোরি ও ইটালির জাতীয় সঙ্গীত।
রোম: স্যাক্সোফোন (Saxophone) কাকে বলে তা আমরা অনেকেই জানি। কেউ কেউ আবার মিউজিশিয়ানদের (Musician) মুখ দিয়ে এটা বাজাতেও দেখেছি, শুনেছি। কিন্তু, মাথায় জটিল অপারেশন (brain surgery) চলাকালীন কোনও রোগী টানা ৯ ঘণ্টা ধরে স্যাক্সোফোন বাজাচ্ছেন। একথা কি কেউ কোনওদিন শুনেছেন? না দেখেছেন?
বিষয়টি শুনে অবিশ্বাস্য মনে হলেও এমনই অভূতপূর্ব ঘটনা ঘটেছে ইটালির (Italy) রাজধানী রোমের (Rome) পাইদেইয়া আন্তর্জাতিক হাসপাতালে (Paideia International Hospital)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত সোমবার জিজেড নামে ৩৫ বছর বয়সী এক যুবক রোমের পাইদেইয়া হাসপাতালে এসে ব্রেন টিউমার (brain tumor) অপারেশনের জন্য ভর্তি হন। গত শনিবার তাঁকে যখন অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন কথায় কথায় জিজেড চিকিৎসকদের জানান যে তিনি একজন মিউজিশিয়ান। স্যাক্সোফোন বাজাতে পারেন। এরপরই চিকিৎসকরা ঠিক করেন জিজেডকে অপারেশন করার সময় অজ্ঞান করা হবে না। তার বদলে এই সময়ে তিনি স্যাক্সোফোন বাজাবেন। যাতে করে রোগী স্বাভাবিক ভাবে নিজের স্নায়বিক কাজকর্ম করতে পারেন আর অপারেশন সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
এর পরের ঘটনা গড়ল ইতিহাস। চিকিৎসকরা অপারেশন করাকালীন টানা ৯ ঘণ্টা ধরে স্যাক্সোফোন বাজালেন জিজেড। ঘুরে ফিরে চিকিৎসকদের শোনালেন ১৯৭০ সালে প্রকাশিত হলিউডের বিখ্যাত সিনেমা 'লাভ স্টোরি (Love Story)' ও ইটালির জাতীয় সঙ্গীত (Italian national anthem)। অপারেশন সফল হওয়ার ফলে এখন অনেকটাই ভালো আছেন তিনি। গত শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সময় চিকিৎসকরা বলেছেন, খুব তাড়াতাড়িই ফের স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন জিজেড। তাঁর মনের জোরই এই কাজে সাহায্য করবে।
এপ্রসঙ্গে ১০ চিকিৎসকের যে দল জিডেডের অপারেশন করেছিলেন তার প্রধান ডা: ক্রিশ্চিয়ান ব্রোগনা (Dr. Christian Brogna) বলেন, "পৃথিবীতে প্রতিটি মাথা ও প্রতিটি মানুষই ইউনিক হয়। আমরা দেখেছি অপারেশনের সময় রোগীকে জাগিয়ে রাখলে মস্তিষ্কের ম্যাপিং বুঝতে সুবিধা হয়। তাই আমরা চেষ্টা করে রোগীকে অজ্ঞান না করে কথা বলিয়ে, গান শুনিয়ে ও বই পড়ানো-সহ বিভিন্ন উপায়ে জাগিয়ে রাখতে। জিজেড স্যাস্কোফোন বাজাতে পারেন বলার পর আমরা তাই তাঁর এই গুণকে কাজে লাগানোর কথা চিন্তা করি। আশাকরি আমরা সফল হয়েছি। জিজেডও নিজের স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।"