Mumbai Strom: অটোর উপর আছড়ে পড়ল বিশাল গাছ, মুম্বইয়ে তাণ্ডব চালাচ্ছে মরসুমের প্রথম ঝড়-বৃষ্টি

Mumbai Strom (Photo Credits: X)

মুম্বই, ১৩ মেঃ মুশলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড অবস্থা মুম্বইয়ের (Mumbai Strom)। সোমবার দুপুর ৩টে নাগাদ আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসে। ওঠে জোরালো ঝড়, সঙ্গে চলে ব্যাপক গতিতে ধুলো ঝড় (Dust Strom)। নামে ঝমঝিমিয়ে বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে আছড়ে পড়ল নারকেল গাছ। মুম্বইয়ের যোগেশ্বরী মেঘওয়াড়ি নাকা এলাকায় মাটি থেকে উপড়ে পড়ে বিশাল নারকেল গাছ। নীচে চাপা পড়েছে একটি অটো। সজোরে অটোর উপর গাছ এসে পড়ায় আহত হয়েছেন চালক। এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে একটি দোকানের সেডের নীচে আশ্রয় নিয়েছেন দুজন। বৃষ্টিতে ছুটে খেলা করছে পাড়ার কয়েকজন কিশোর। এক মহিলা অটো চেপে এসে গলির মুখে নামেন। যাত্রীকে নামিয়ে চালক অটো ঘোরাতে যাবেন এমন সময়ে অটোর উপরেই আছড়ে পড়ে গাছটি। সকলে সরে গেলেও অটো থেকে বের হতে পারেননি চালক। তাঁর আহত হওয়ার খবর মিলেছে।

দেখুন... 

মরসুমের প্রথম স্বস্তির বৃষ্টিতে যেন আরও অস্বস্তি বাড়ল মুম্বইবাসীর। আবহাওয়ার আচমকা পরিবর্তনে ব্যাহত যান চলাচল। ধুলো ঝড়ের কারণে আকাশের দৃশ্যমানতা কম থাকায় মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) বিমান উড়ান এবং অবতারণ সাময়িক সময়ের জন্যে বন্ধ রাখা হয়। প্রবল ঝড় বৃষ্টির জেরে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে। ট্রেনের অপেক্ষায় স্টেশনে নিত্য যাত্রীদের ভিড়ে গা গলানো মুশকিল। ঝড়ের ধাক্কায় ঘাটকোপার এলাকায় বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড উপড়ে পড়তে দেখা গিয়েছে। থানে-বেলাপুর রোডে ভেঙে পড়েছে ১৪ তোলা বিশিষ্ট 'মেটাল পার্কিং লট'ও। এছাড়া বহু গাছ, বিদ্যুতের খুঁটি আছড়ে পড়েছে। এখনও অবধি প্রাণহানির কোন খবর না মিললেও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।