Mumbai-Pune Expressway Accident: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত পাঁচ তীর্থযাত্রী, আহত ৩০ জন

সোমবার মধ্যরাতে বাসটি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

নয়াদিল্লি: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বড়সড় দুর্ঘটনা, বাস এবং ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। ৩০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিরা বারকারি অর্থাৎ ভগবান বিঠলের ভক্ত, তাঁরা একাদশীতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে মুম্বইয়ের ডোম্বিভালি থেকে পন্ধরপুর যাচ্ছিলেন। সোমবার মধ্যরাতে বাসটি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। পুলিশের ডেপুটি কমিশনার বিবেক পানসারে জানিয়েছেন, মোট ৪২ জন যাত্রী ডোম্বিভালি থেকে পন্ধরপুর যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। আদনে গ্রামের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির সংঘর্ষে পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।