Mumbai-Nashik Highway Accident: মুম্বই-নাসিক হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ৪ যাত্রী, দেখুন CCTV বন্দি দৃশ্য

গাড়িটি রাস্তা পার হওয়ার চেষ্টা করতে গেলে উলটো দিক থেকে ট্রাকটি এসে সজরে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ যাত্রীর। আহত হয়েছেন ৮ জন।

Mumbai-Nashik Highway Accident (Photo Credits: Twitter)

মুম্বই, ১৮ জুলাইঃ মুম্বইয়ে ফের পথ দুর্ঘটনা। বলি হলেন ৪ যাত্রী। মঙ্গলবার সাত সকালে মুম্বই-নাসিক হাইওয়ের (Mumbai-Nashik Highway) খাদাভলি বাঁকের কাছে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে এদিন সকাল ৭টা নাগাদ। গাড়িটি রাস্তা পার হওয়ার চেষ্টা করতে গেলে উলটো দিক থেকে ট্রাকটি এসে সজরে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ যাত্রীর। আহত হয়েছেন ৮ জন।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এবং যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুনের মুম্বই-নাসিক হাইওয়ের খাদাভলি বাঁকের কাছে সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। নেটপাড়ায় উঠে এসেছে দুর্ঘটনার সেই সিসিটিভি ফুটেজ। দেখুন...