Pawan Express: ভাঙা চাকা নিয়ে ১০ কিমি ছুটল পবন এক্সপ্রেস, বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার গভীর রাতে মজফফরপুর হাজিপুর রেল সেকশনের ভগবন্তপুর স্টেশনের কাছে মুম্বইগামী পবন এক্সপ্রেস ভাঙা চাকা নিয়ে ১০ কিলোমিটার গড়িয়েছে। যেকোনো সময়েই উলটে যেতে পারত সেই ট্রেন।

Pawan Express (Photo Credits: IANS)

পাটনা, ৩ জুলাইঃ ভাঙা চাকা নিয়ে ছুটে চলেছে ট্রেন। একটুর জন্যে প্রাণরক্ষা যাত্রীদের। মুম্বইগামী পবন এক্সপ্রেসের যাত্রীরা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন (Mumbai Bound Pawan Express)। বিহারের মজফফরপুরে পবন এক্সপ্রেস ফেরাত পারত বালেশ্বে করমন্ডলের স্মৃতি (CCoromandel Express Accident)। সূত্র মারফত খবর, রবিবার গভীর রাতে মজফফরপুর হাজিপুর রেল সেকশনের ভগবন্তপুর স্টেশনের কাছে মুম্বইগামী পবন এক্সপ্রেস ভাঙা চাকা নিয়ে ১০ কিলোমিটার গড়িয়েছে। যেকোনো সময়েই উলটে যেতে পারত সেই ট্রেন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে পবন এক্সপ্রেস (Pawan Express)।

আরও পড়ুনঃ অনলাইন গেমের নেশায় খোয়া গেল ৬৫ লক্ষ টাকা, আত্মঘাতী যুবক

ট্রেন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মজফফরপুর থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষনের মধ্যেই এক বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। দ্রুত গতিতে ট্রেন এসে পৌছায় ভগবন্তপুর স্টেশনে। রাজু কুমার নামে ওই ট্রেনের এক যাত্রী জানান, ভগবন্তপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়া মাত্রই ট্রেনের মধ্যে যাত্রীরা কিছু গড়বড় অনুভব করেন। তড়িঘড়ি তাঁরা ট্রেনের আপতকালীন চেন টানেন। যাত্রীরা খবর দেন ট্রেন চালক এবং ট্রেন গার্ডদের। পর্যবেক্ষণ চলাকালীন তাঁরা জানতে পারেন, পবন এক্সপ্রেসের S-11 কামরার চাকা ভেঙে গিয়েছে। ভাঙা চাকা নিয়েই দৌড়চ্ছিল এক্সপ্রেসটি। খবর পৌছায় রেল অফিসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রেলওয়ে ইঞ্জিনিয়ার সহ বেশ কিছু রেল কর্মী।

পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুরের সিপিআরও বলেন, 'আমাদের কাছে খবর আসে পবন এক্সপ্রেসের চাকা ভেঙে গিয়েছে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় আমাদের টিম'।



@endif