Nashik: ২ সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন মা

সুইসাইড নোটে মহিলা শেষ ইচ্ছা হিসেবে স্বামীকে তাঁদের মৃতদেহ স্পর্শ করতে না দেওয়ার কথা জানিয়েছেন।

Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: নাসিকে (Nashik) মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। ২ সন্তানকে বিষ (Poisons) খাইয়ে আত্মহত্যা করলেন মা, পুলিশ সূত্রে খবর, আদগাঁও শিবড়ায় এক মহিলা দুই মেয়েকে বিষপান করে বুধবার বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সন্তানকে বাড়িতে মৃত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুন : Condom Water Gets Durgapur Youth High?: কন্ডোম ধোওয়া জলের নেশায় বুঁদ দুর্গাপুরের যুবক-যুবতী, ভিডিও হল ভাইরাল (দেখুন ভিডিও)

পুলিশ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ নাসিক শহরের কোনার্ক নগর এলাকার হরি বন্দন অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ঝাঁপ দেন অশ্বিনী। স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে এই পদক্ষেপ নিইয়েছেন বলে ধারণা। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেটি অশ্বিনী লিখেছে, যেখানে তাকে নির্যাতনের জন্য তার স্বামী স্বপ্নিলকে দায়ী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সুইসাইড নোটে মহিলা শেষ ইচ্ছা হিসেবে স্বামীকে তাঁদের মৃতদেহ স্পর্শ করতে না দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।