Mobile Phone Blast: ভিডিয়ো চলতে চলতে আচমকাই ফাটল মোবাইল, বিস্ফোরণে মৃত্যু আট বছরের মেয়ের

আপনমনে মোবাইলে ভিডিয়ো দেখছিল তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী। এমন সময়ে আচমকাই তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ফেটে বিস্ফোরণ ঘটে।

Mobile Phone Blast (Photo Credits: ANI)

Mobile Phone Blast: মোবাইল ফোন বিস্ফোরণ ঘটে মৃত্যু হল তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর। সন্তানের এমন মর্মান্তিক পরিণতির জন্যে কি বাবা-মা নিজের সন্তানের হাতে ফোন দেয়! বর্তমানে আট থেকে আশি সব বয়সের মানুষের হাতেই স্মার্টফোন (Smartphone) দেখা যায়। আমরা এমন এক প্রযুক্তির যুগে বাস করছি যেখানে সন্তান জন্মের পর থেকেই তাঁর বাবা-মাকে ফোনে মুখ গুঁজে থাকতে দেখে। ফলে সেই রঙিন, আলো ঝলমলে জিনিসটা কী আর তাতে কী হয় তা জানার কৌতূহল সন্তানের মধ্যেও জন্মায়।

অল্প বয়স থেকেই ছেলে-মেয়ের হাতে ফোন দেওয়া একদিকে যেমন তাঁদের উপর শারীরিক, মানসিক প্রভাব সৃষ্টি করে, তেমনই মোবাইল ফোন বিস্ফোরণ ঘটে সন্তানের মৃত্যু পর্যন্তও হতে পারে। কেরলের (Kerala) থ্রিসুরে এক আট বছরের মেয়ের মৃত্যু হল মোবাইল ফোন বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুনঃ মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, দেড় বছরের শিশুকে গরম জলে চুবিয়ে খুন

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আপনমনে মোবাইলে ভিডিয়ো দেখছিল তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী। এমন সময়ে আচমকাই তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ফেটে বিস্ফোরণ ঘটে। তড়িঘড়ি মেয়েকে নিয়ে হাসপাতাল পৌঁছায় বাবা-মা। চিকিৎসকরা সম্ভাব্য সকল চেষ্টা করলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় বছর আটের মেয়ের।