Manipur: মণিপুর নগ্ন ভিডিয়োকাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৫
১৯ বছর বয়সি ধৃতের নাম ইয়ামলেমবাম নাংসিথোই। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ। ধৃতদের ১১ দিনের পুলিশি হেফাজতে রেখে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
অশান্তির মণিপুরে (Manipur) দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়ে গণধর্ষণের কাণ্ডে ছিছিক্কার দেশজুড়ে। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার আরও এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। ১৯ বছর বয়সি ধৃতের নাম ইয়ামলেমবাম নাংসিথোই। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ। ধৃতদের ১১ দিনের পুলিশি হেফাজতে রেখে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
বিগত আড়াই মাস ঘরে উত্তপ্ত পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যটিতে। এরই মাঝে গত মে মাসে কাংপোকপি জেলায় ঘটে যাওয়া এক নারকীয় ঘটনার ভিডিয়ো সামনে আসে বুধবার রাতে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরাচ্ছে একদল জনতা। ওই দুই মহিলাকে প্রথমে গণধর্ষণ করে নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় ঘোরানো হয়েছে বলে অভিযোগ। এই ভিডিয়ো সমাজমাধ্যমে উঠে আসতেই মণিপুরের পুলিশ, প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এদিকে বৃহস্পতিবার নগ্ন ভিডিয়োকাণ্ডে মূল অভিযুক্ত হুরেমকে গ্রেফতার করেতেই তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
মণিপুরে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ নিজের দায়িত্ব সামলাতে চরম 'ব্যর্থ' এমন দাবি তুলে তাঁর অপসারণের আর্জি জানাতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু বিজেপি সূত্রে খবর, বীরেনকে এই মুহূর্তে পদ থেকে সরানো হচ্ছে না। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে রেখেই মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে মোদী সরকার।