Manipur School Bus Accident: স্কুল ট্যুর ফিরতি পথে বাস উলটে দুর্ঘটনা, মৃত ১৫
বুধবার মর্মান্তিক দুর্ঘটনা মণিপুরে (Manipur School Bus Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল স্কুল বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৫ জনের বেশি ছাত্রী। আহত হয়েছে বাকিরা। জানা গিয়েছে, প্রায় ৫০ জনের কাছে ছাত্রী ছিল ওই স্কুল বাসে। যাদের চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি উলটে মৃত পরিবারের ৩
মণিপুরের ননি জেলার খৌপামে স্কুলের ছাত্রীদের নিয়ে বার্ষিক শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল থামবালনু হাইস্কুল। দুটি বাস ভর্তি পড়ুয়া নিয়ে বুধবার ফেরার পথে ঘটে দুর্ঘটনা। বিষ্ণুপুর-খৌপাম সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় একটি বাস। বাস উলটে সোজা পড়ে খাদে। প্রয়াগরাজে স্কুল বাস উলটে মৃত দুই ছাত্র, জখম ১২
ঘটনায় শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। টুইট করে লিখেছেন, “স্কুল বাস দুর্ঘটনার খবর শুনে খুবই খারাপ লাগছে। বিষয়টি জানতে পাড়ার সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। আহত ছাত্রীরা সুস্থ হয়ে উঠুক, এই কামনা করছি।