France Woman Raped: স্ত্রীকে মাদক খাওয়ানোর পর একাধিক পুরুষকে দিয়ে ধর্ষণ, আটক স্বামী সহ ৫১ জন

মহিলার স্বামী দিনের পর দিন একাধিক অপরিচিত পুরুষকে বাড়িতে ডেকে এনে তাঁকে ধর্ষণ করিয়েছেন।

Arrested (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: দিনের পর দিন খাবারের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানোর পর স্ত্রীকে ধর্ষণ। ফ্রান্সে এক মহিলার অজান্তেই তাঁর স্বামী তাঁর সঙ্গে এমন বর্বর কাণ্ড এক দশকেরও বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তি দিনের পর দিন একাধিক অপরিচিত পুরুষকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করিয়েছেন স্ত্রীকে। ঘটনায় প্রধান অভিযুক্ত মহিলার স্বামী ৭১ বছর বয়সী ব্যক্তি ফ্রান্সের সরকারি বিদ্যুৎ কোম্পানির প্রাক্তন কর্মচারী। ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে ফ্রান্সে।

ভুক্তভোগী মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাঁর স্বামী অনলাইনে ওই অপরিচিত যুবকগুলোর সঙ্গে যোগাযোগ করে বাড়িতে ডেকে আনতেন, তিনি ক্যামেরায় ধরে রেখেছেন সে সব দৃশ্য। পুলিশ তদন্ত করে সন্দেহভাজন ৫১ পুরুষকে আটক করেছে।

এই ঘটনা ফ্রান্সের মানুষকে হতবাক করেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন মহিলারা। নির্যাতিতার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ, মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনের একাধিক মামলা দায়ের হয়েছে।