NRS-কাণ্ডে চিকিৎসকদের পাশে খোদ মমতা ব্যানার্জির ভাইপো আবেশ, মেয়র ফিরহাদের মেয়ের দলকে তোপ

একেই লোকসভা নির্বাচনে বড় ধাক্কা। তার ওপর আবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ হাল। সে সবের মাঝে NRS-কাণ্ডেও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

অচলাবস্তা চলছে NRS-এ(Photo Credit-ANI)

কলকাতা, ১৪ জুন: একেই লোকসভা নির্বাচনে বড় ধাক্কা। তার ওপর আবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ হাল। সে সবের মাঝে NRS-কাণ্ডেও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতার ভাইপো ডাক্তার আবেশ ব্যানার্জি-র সমর্থনের পর রাজ্যের শাসক দলের অস্বস্তি আরও বাড়ছে। যখন দিদির আরেক ভাইপো অভিষেক ব্যানার্জি বিক্ষোভরত চিকিৎসকদের নিন্দা করছেন। তখন তাঁর আরেক ভাইপো আবেশ সদলবদলে বিক্ষোভরত চিকিৎসকদের পাশে দাঁড়ালেন।

শুধু আবেশ নয়, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের মেয়ে শাব্বা সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন। ববি কন্যা লিখলেন, নীলরতন সরকার হাসপাতাল কাণ্ডে তৃণমূল নেতৃত্বের 'নীরবতা' দেখে ‘লজ্জিত’তিনি। আরও পড়ুন-NRS-কাণ্ডে আজ কর্মবিরতিতে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা, দেশজুড়ে ব্যাহত হতে পারে স্বাস্থ্যপরিষেবা

এই জোড়া ঘটনায় বেশ অস্বস্তিতে তৃণমূল। পুরো কাণ্ডেই তৃণমূলকে বেশ কোণঠাসা দেখাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে আসা তৃণমূলপন্থী মুখপাত্রদেরও অসহায় দেখাচ্ছে।

মমতা ব্যানার্জির ভাই গণেশ ব্যানার্জির ছেলে আবেশ বিক্ষোভরত চিকিৎসকদের পাশে দাঁড়ানোর পর আলাদা মাত্রা পেয়েছে। বিজেপি নেতারা এই নিয়ে দিদিকে কটাক্ষ করতে ছাড়ছেন না। আবেশের হাতে বিক্ষোভের প্ল্যাকার্ডও দেখা য়ায়। যাতে লেখা, আমাদের তো তোমরা গড (ভগবান) বল, তাহলে কেন ডগ (কুকুর)-এর মত আচরণ কর! কেপিসি মেডিক্যাল কলেজের ছাত্র আবেশ সদলবলে বুধবার এনআরএস হাসপাতালে যান বিক্ষোভরত চিকিৎসকদের সমর্থনে। এমন ছবি সামনে আসায় নতুন চাপ তৈরি হল তৃণমূল কংগ্রেসের অন্দরে।



@endif