Maharashtra Shocker: অমানসিক নির্যাতন স্বামী-শ্বশুরের, আত্মহত্যা গৃহবধূর

মুম্বই, ১২ ডিসেম্বরঃ বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী এবং শ্বশুর। দিনের পর দিন শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ। সোমবার স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করেছেন মহারাষ্ট্র (Maharashtra Shocker) থানে (Maharashtra Thane) পুলিশ। জোড়া আত্মহত্যা, বন্ধ ঘরে ঝুলে পড়ল প্রেমিক-প্রেমিকা

আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ৩০৬ ধারায় মৃত মহিলার স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৃহবধূর উপর মানসিক, শারীরিক নির্যাতন, গায়ে হাত তোলা কোন কিছুই বাকি রাখেননি শ্বশুর বাড়ির লোকেরা। বাধ্য হয়েই মৃত্যুর পথ বেছে নেয় ওই মহিলা। রবিবার দুপুরে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন গৃহবধূ। সোমবার স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করে থানে পুলিশ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন মৃতার স্বামী এবং শ্বশুর।



@endif