Maharashtra Road Accident: পিকনিক থেকে ফেরার পথে বাস উলটে মৃত ২ পড়ুয়া, আহত ৪৭

Maharashtra Road Accident (Photo Credits: ANI)

মুম্বই, ১২ ডিসেম্বরঃ পিকনিক থেকে ফেরার পথে উলটে গেল বাস। মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলার খোপলি শহরের পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘরে। লোনাভলা (Lonavala) থেকে পিকনিক সেরে সোমবার রাতে ফিরছিল বাসটি। ফিরতি পথেই পাহাড়ি এলাকায় উলটে গেল গোটা বাস (Maharashtra Road Accident)। প্রাণ গিয়েছে ২ জন ছাত্রের। আহত ৪৭ জন ছাত্র।

পুলিশ সূত্রে খবর, স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। রাত ৮ টা নাগাদ মুম্বই-পুনে হাইওয়ে দিয়ে ফেরার সময় বাসের নিয়ন্ত্রণ হারায় চালক। লোনাভলা (Lonavala) থেকে ১৪ কিলোমিটার দূরে ম্যাজিক পয়েন্ট পাহাড়ের (Magic Point Hill) কাছেই পড়ুয়া সমেত উলটে যায় বাস। মোট ৪৯ জন পড়ুয়া ছিল ওই বাসে। প্রত্যেকেই দশম শ্রেণীর ছাত্র। টিউশন ব্যাচের পিকনিকে গিয়েছিল সবাই। হৈ হৈ করে পিকনিকে গিয়ে ফিরতি পথে দুর্ঘটনা।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। গুরুতর আহত হয় দুই ছাত্র। যাদের বয়স ১৬ এবং ১৭। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই দুই পড়ুয়ার। বাকিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে।

 



@endif