Maharashtra Missing Women Shocking Data: দিনে গড়ে ৮০ জন মেয়ে নিখোঁজ হয়েছে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ মহারাষ্ট্র উপ-মুখ্যমন্ত্রীর

Devendra Fadnavis (Photo Credts: Facebook)

নাগপুর, ২৩ ডিসেম্বরঃ মহারাষ্ট্র থেকে প্রতিদিন গড়ে ৮০ জন করে মেয়ে নিখোঁজ হয়েছে বিগত ২ বছরে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বিগত দুই বছরে সে রাজ্যের থানাগুলোতে মোট ৬০,৪৩৫ জন মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে ২০২০ সালে নিখোঁজ হওয়া মেয়ের সংখ্যা ২৩,১৫৭ এবং ২০২১ সালে সেই সংখ্যাটি পৌঁছেছে ৩৭,২৭৮।

নিখোঁজ হওয়া সেই মেয়েদের মধ্যে থেকে ৪০,০০০ মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে বলেই জানান উপ-মুখ্যমন্ত্রী। বাকি ২০,৬৩০ জন মেয়ের খোঁজ এখনও চলছে বলে আশ্বস্ত করেন তিনি। তবে এই নিখোঁজ হওয়া মেয়েরা নাবালিকা নাকি প্রাপ্তবয়স্ক সেই বিষয়ে কোন তথ্য এদিনের বৈঠকে প্রকাশ করতে চাননি তিনি। তবে তিনি বলেন, যদি নিখোঁজ হওয়া মেয়েটি নাবালিকা হয় তাহলে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। রাজ্যের তরফ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যারা ওই সকল খুঁজে পাওয়া মেয়েদের কাউন্সেলিং করিয়ে তাঁদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে।

দেহ ব্যবসায় নারী উদ্ধার কাছে যবে থেকে সরকার আরও জোর কদমে উঠে পরে লেগেছে, তারপর থেকেই নিখোঁজ হওয়া মেয়েদের খোঁজ আরও বেশি করে মেলা শুরু হয়েছে, জানিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)।

এদিনের বৈঠকে মহারাষ্ট্র উপ-মুখ্যমন্ত্রী একটি বিশেষ ওয়েবসাইটের কথা উল্লেখ করেছেন। ওয়েবসাইটটি হল - www.trackthemissingchild.gov.in। কেন্দ্রের নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে তৈরি এই বিশেষ ওয়েবসাইটে হারিয়ে যাওয়া শিশুদের সমস্ত ডেটা তোলা থাকে। যে শিশু নিখোঁজ হচ্ছে বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেই সব তথ্য তুলে রাখা হয় সেখানে। যার ফলে তদন্তের কাজ কতটা কীভাবে এগোচ্ছে সবটা নিজের তত্ত্বাবধানে রাখতে পারে সরকার।