HC On Wife Refusal Of Sex: স্ত্রী সহবাসে সম্মত না হলে ডিভোর্স পেতে পারে স্বামী, পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের

দীর্ঘদিন ধরে স্ত্রী শারীরিক মিলন বা সহবাসে সম্মত না হলে তা স্বামীর সঙ্গে মানসিক অত্যাচারের সামিল। হিন্দু বিবাহ আইন অনুযায়ী এই কারণে তিনি বিবাহ বিচ্ছেদও পেতে পারেন। সম্প্রতি একটি মামলায় নিম্ম আদালতের রায় খারিজ করে দিয়ে একথাই জানিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Judgement Rep Image Photo credit: Twitter@timesofindia

ভোপাল: দীর্ঘদিন ধরে স্ত্রী শারীরিক মিলন (sex) বা সহবাসে সম্মত না হলে তা স্বামীর সঙ্গে মানসিক অত্যাচারের (mental cruelty) সামিল। হিন্দু বিবাহ আইন অনুযায়ী এই কারণে তিনি বিবাহ বিচ্ছেদও (divorce) পেতে পারেন। সম্প্রতি একটি মামলায় নিম্ম আদালতের রায় খারিজ করে দিয়ে একথাই জানিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court) ডিভিশন বেঞ্চ। আরও পড়ুন: Atal Setu: উদ্বোধনের আগে সেজে উঠেছে সমুদ্রের উপর ভারতের দীর্ঘতম সেতু, দেখুন ভিডিয়ো

বিচারপতি শীল নাগু ও বিনয় সরাফের ডিভিশন বেঞ্চ ২০১৪ সালের নভেম্বর মাসে দেওয়া ভোপালের একটি পারিবারিক আদালতের রায় খারিজ করে দেয়। এক ব্যক্তি তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে উপযুক্ত কোনও কারণ না দেখিয়ে শারীরিক মিলন বা সহবাস করতে সম্মতি দিচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে বিচ্ছেদ চেয়ে ভোপালের পারিবারিক আদালতের দ্বারস্থ হন। কিন্তু, তাঁর বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয় আদালত। যার জেরে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

মামলাটি (HC On Wife Refusal Of Sex) খতিয়ে দেখে বেঞ্চ লক্ষ্য করে, ২০০৬ সালের ১২ জুলাই বিয়ে হয়েছিল ওই দম্পতির। তারপর থেকে কোনও উপযুক্ত কারণ না দেখিয়েই সহবাস করতে চাইত না স্ত্রী। আরও পড়ুন: Noida Cyber Scam: কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ, নয়ডায় ধৃত ২৫