Madhya Pradesh Road Accident: আত্মীয়ের মৃত্যু সংবাদে গিয়ে ফেরার পথে দুর্ঘটনা, সস্ত্রীক পুলিশ অফিসারের মৃত্যু

গাড়িতে স্বামী-স্ত্রী ছাড়াও ছিলেন তাঁদের দুই সন্তান। আহত হয়েছে দুজনেই। পুলিশ সূত্রে খবর, মৃত অনিরুদ্ধ যাদব মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর ১৪তম ব্যাটালিয়ন ছিলেন।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

ভোপাল, ৬ অগাস্টঃ ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পুলিশ অফিসার এবং তাঁর স্ত্রীর। রবিবার মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় বাসের সঙ্গে পুলিশ অফিসারের গাড়িটির সংঘর্ষ ঘটে (Madhya Pradesh Road Accident)। গাড়িতে স্বামী-স্ত্রী ছাড়াও ছিলেন তাঁদের দুই সন্তান। আহত হয়েছে দুজনেই। পুলিশ সূত্রে খবর, মৃত অনিরুদ্ধ যাদব মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর ১৪তম ব্যাটালিয়ন ছিলেন।

এদিন সকালে পরিবারকে নিয়ে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সাগরা গ্রাম থেকে ফিরছিলেন অনিরুদ্ধ। এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে সেখানে গিয়েছিলেন সকলে। কিন্তু ফিরতি পথে দুর্ঘটনার কবলে পড়ল তাঁদের গাড়ি। ভিন্ড গোয়ালিয়র হাইওয়েতে ঘটে দুর্ঘটনা। অভিভাবনহীন হয় দুই সন্তান। উলটো দিক থেকে আসা একটি দ্রুত গতির বাস সজোরে এসে ধাক্কা মারে মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর ব্যাটালিয়নের গাড়িকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিরুদ্ধ যাদব এবং তাঁর স্ত্রীর।

দুর্ঘটনা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। আহত দুই ছেলে, মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁদের দুই জনেরই বয়স কুড়ির আশেপাশে।  মৃতদেহ দুটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটি নিয়ন্ত্রণ সারিয়ে গিয়েছিল বাসটির। যার জেরেই বেসামাল বাসটি এসে ধক্কা দেয় গাড়িটিকে।



@endif