Akasa Air: বিমানে চেপেই সহযাত্রীদের সঙ্গে অশান্তি, বিশৃঙ্খলা ঠেকাতে যাত্রীকে নামাতে গেলে নিরপত্তাকর্মীকে কামড়

নাছোড়বান্দা মহিলা বিমান থেকে নামতে নারাজ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশান্তি শুরু করেন তিনি। জোর করে বিমানের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। তাঁকে আটকাতে যান এক মহিলা নিরাপত্তাকর্মী। সেই সময়েই ওই নিরাপত্তারক্ষীর হাতে কামড় বসিয়ে দেন মহিলা যাত্রী।

Akasa Air (Photo Credit: ANI/Twitter)

লখনউ, ১৮ জুনঃ বিমানের মধ্যে সহযাত্রী এবং ক্রু সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার জেরে বিমান থেকে এক মহিলা যাত্রীকে জোরপূর্বক নামিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। এমন সময়ে একজন মহিলা নিরাপত্তাকর্মীদের হাতে কামড় বসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লখনউ থেকে মুম্বইগামী আকাসা এয়ারের (Akasa Air) বিমানে।

লখনউয়ের যুগ্ম পুলিশ কমিশনার জানাচ্ছেন, ওই মহিলা মানসিকভাবে সুস্থ নয় বলেই মনে করা হচ্ছে। লখনউ বিমানবন্দরে মুম্বইগামী আকাসা বিমানে (Akasa Air) ওঠার পর থেকেই অন্যান্য যাত্রীদের সঙ্গে অশান্তি শুরু করেন তিনি। উড়ানের আগে বিমানের মধ্যে ওই মহিলার কাণ্ডের জেরে এক তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। সহযাত্রীদের পাশাপাশি তিনি ক্রু সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করেন। এরপরেই নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয় যাতে ওই মহিলাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা জোরপূর্বক মহিলাকে বিমান থেকে নামিয়ে দিতে উদ্যত হন। এদিকে নাছোড়বান্দা মহিলা বিমান থেকে নামতে নারাজ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশান্তি শুরু করেন তিনি। জোর করে বিমানের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। তাঁকে আটকাতে যান এক মহিলা নিরাপত্তাকর্মী। সেই সময়েই ওই নিরাপত্তারক্ষীর হাতে কামড় বসিয়ে দেন মহিলা যাত্রী।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। ওই মহিলা যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেন বিমান সংস্থার কর্মীরা। ভারতীয় দণ্ডবিধি অধীনে ৫০৪ ধারায় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। লখনউয়ের যুগ্ম পুলিশ কমিশনার এও জানাচ্ছেন, ওই মহিলার মানসিক অবস্থা কেমন তা পরীক্ষানিরীক্ষা পরেই জানা যাবে।