Air Asia Flight Emergency Landing: উড়ানের কয়েক মিনিটেই বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতারণ এয়ার এশিয়ার
বিমানের যান্ত্রিক গোলযোগের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাই ওই বিমান যাত্রীদের কথা ভেবে তাঁদের জন্যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে
নয়া দিল্লি, ১১ মার্চঃ উড়ান ভরার কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরে ফিরে এল এয়ার এশিয়ার বিমান (Air Asia)। শনিবার ব্যাঙ্গালুরু থেকে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। বেঙ্গালুরুর বিমানবন্দর (Bangalore Airport) থেকে এয়ার এশিয়া বিমানটি যাত্রা শুরু করার মিনিটে কয়েকের মধ্যেই আবার বিমানবন্দরে ফিরতে হল ঊরানকে।
বিমান সংস্থার মুখপাত্র সূত্রে খবর, লখনউগামী (Lucknow Bound Air Asia Flight make Emergency Landing) এয়ার এশিয়া বিমানটি ব্যাঙ্গালুরু থেকে রওনা দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই যান্ত্রিক কিছু গণ্ডগোল লক্ষ্য করেন চালক। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে বিমানের গতি বদলে ব্যাঙ্গালুরুর বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।
বিমানের যান্ত্রিক গোলযোগের ফলে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। তাই ওই বিমান যাত্রীদের কথা ভেবে তাঁদের জন্যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছেন এয়ার এশিয়া বিমানের মুখপাত্র।