Lok Sabha Elections 2024: দিল্লিতে ৪ আসনে লড়বে কেজরির দল, প্রার্থী তালিকা ঘোষণা আপের

মঙ্গলবার আম আদমি পার্টির মন্ত্রী গোপাল রাই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন। পাশাপাশি হরিয়ানার কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রের জন্যেও প্রার্থীর নাম ঘোষণা করেছেন আম আদমি পার্টি নেতা।

Arvind Kejriwal (Photo Credit: Intagram)

নয়া দিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ দরজায় কড়া নাড়ছে চব্বিশের লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি ঠিকই তবে রাজনৈতিক দলগুলোর তৎপরতা দেখে বলাই বাহুল্য ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার আম আদমি পার্টির (Aam Aadmi Party) মন্ত্রী গোপাল রাই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন।

দিল্লিতে (Delhi) আগেই কংগ্রেসের (Congress) সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আপ। দীর্ঘ আলাপ আলোচনা পর শেষমেশ রাজধানীতে ৪-৩ আসন রফার সূত্রে একমত হয়েছে আপ এবং কংগ্রেস। দিল্লিতে মোট ৭টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে আপ ৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ৩টি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা লড়বে। এদিন কেজরিওয়ালের মন্ত্রী গোপাল রাই রাজধানীর চার লোকসভা কেন্দ্র নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লির জন্যে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন।

পূর্ব দিল্লি থেকে আপ প্রার্থী করছে কুলদীপ কুমারকে। পূর্ব দিল্লির আসন জেনারেল আসন হওয়া সত্ত্বেও সেখানে কুন্ডলির এসসি (SC) বিধায়ক কুলদীপ কুমারকে দাঁড় করাল আপ। জেনারেল আসনে এসসি প্রার্থি দাঁড় করানোর এই সিদ্ধান্তকে রাজধানীর ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন মন্ত্রী। সোমনাথ ভারতী নয়া দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি দিল্লি জলবোর্ডের উপাধ্যক্ষ এবং দিল্লির প্রাক্তন মন্ত্রীও বটে। পর পর তিন বারের বিধায়ক সাহিরাম পাহলওয়ান দক্ষিণ দিল্লি থেকে লড়বেন। এছাড়া প্রাক্তন সাংসদ মহাবল মিশ্রকে পশ্চিম দিল্লির আসনে প্রার্থী করার কথা ঘোষণা করেছেন মন্ত্রী গোপাল রাই।

দিল্লির পাশাপাশি হরিয়ানার (Haryana) কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রের জন্যেও প্রার্থীর নাম ঘোষণা করেছেন আম আদমি পার্টি (AAP) নেতা। হরিয়ানায় ১০টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে মধ্যে ৯টি-তে প্রার্থী দেবে কংগ্রেস। ১টি-তে প্রার্থী দেবে আপ (AAP)। এদিন আপ মন্ত্রী জানিয়েছেন, হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুশীল গুপ্তা। গত লোকসভা নির্বাচনে হরিয়ানার ১০টি আসনেই জিতেছিল বিজেপি (BJP)।