Lioness Dies of Heart Attack: ভাইজাগ চিড়িয়াখানায় হৃদরোগে মৃত্যু ১৮ বছরের সিংহীর
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে (চিড়িয়াখানা) ১৮ বছর বয়সে মৃত্যু হয়েছে মহেশ্বরী নামে ওই সিংহীর। শনিবার রাতে বয়সজনিত কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বিশাখাপত্তনম, ২৫ সেপ্টেম্বরঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিংহীর। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে (চিড়িয়াখানা) ১৮ বছর বয়সে মৃত্যু হয়েছে মহেশ্বরী নামে ওই সিংহীর। শনিবার রাতে বয়সজনিত কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে চিড়িয়াখানা (Visakhapatnam Zoo) কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ চাঁদনি চকে ইলেকট্রনিক দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন
ভাইজাগ চিড়িয়াখানার (Visakhapatnam Zoo) কিউরেটর নন্দনী সালারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিংহীর মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছিল। ভেটেরিনারি (পশু চিকিৎসক) অ্যাসিস্ট্যান্ট সার্জনের জমা দেওয়া সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে সিংহীর মৃত্যুর কারণ ছিল গুরুতর মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক)।
তিনি আরও জানান, ২০০৬ সালে জন্ম হয়েছিল মহেশ্বরীর। ২০১৯ সালে গুজরাটের সাক্কারবাগ চিড়িয়াখানা থেকে ভাইজাগ চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল তাকে।কিউরেটরের কথায়, একজন সিংহ সাধারণত ১৬ থেকে ১৮ বছর অবধি বাঁচে। ১৯ বছরে পা দেওয়ার আগেই বার্ধক্যের কারণে মৃত্যু হয়েছে মহেশ্বরীর ।