Nizam of Hyderabad: প্রয়াত হায়দরাবাদের শেষ নিজাম, কত কোটির সম্পত্তি ছেড়ে গেলেন জানেন?

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্গদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে দশটায় জীবনাবসান হয় শেষ নিজাম সম্রাটের। তবে শেষকৃত্য সম্পন্ন হবে হায়দরাবাদে।

Mukarram Jah Bahadur (Photo Credits: Twitter)

হায়দরাবাদ, ১৭ জানুয়ারিঃ প্রয়াত হায়দরাবাদের অষ্টম এবং শেষ নিজাম মুকাররম জাহ বাহাদুর (Mukarram Jah Bahadur)। শনিবার তুরস্কের ইস্তামবুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিজাম (Nizam of Hyderabad Died)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্গদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে দশটায় জীবনাবসান হয় শেষ নিজাম সম্রাটের। তবে শেষকৃত্য সম্পন্ন হবে হায়দরাবাদে। তাঁর ইচ্ছানুসারে মঙ্গলবার দেহ নিয়ে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবে তাঁর সন্তানেরা।

রবিবার নিজাম পরিবারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে শেষ নিজামের মৃত্যু সংবাদ জানানো হয় (Last Nizam of Hyderabad)। দেশের মাটিতেই যেন তাঁর দেহ সমাধিস্ত করা হয় মৃত্যুর আগে এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছা মেনেই তাঁর পরিবার হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবে।

১৯৩৩ সালে ফ্রান্সে জন্ম হয়েছেন অষ্টম নিজাম মুকাররম জাহ বাহাদুরের। জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে চলে আসেন তুরস্কে। ১৯৬৭ সালে দাদা মীর ওসমান আলির মৃত্যুর পর অষ্টম নিজাম হিসাবে রাজ্যাভিষেক হয় মুকাররমের। সেই থেকে নিজামের দায়িত্ব পালন করছিলেন তিনি (Nizam of Hyderabad)। এক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, সপ্তম নিজাম মীর ওসমান আলির সম্পত্তির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা। ডলারের হিসাবে তা প্রায় ২৩০ বিলিয়ন ডলার। যা বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পত্তির কাছকাছি। নিজস্ব একটি ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন মীর ওসমান। ব্যাঙ্কের নাম দিয়েছিলেন হায়দরাবাদ স্টেট ব্যাঙ্ক। তাঁর মৃত্যুর পর সকল সম্পত্তি এবং নিজাম উপাধি দেওয়া হয়েছিল মুকাররম জাহ বাহাদুরকে।

 



@endif