Drishyam: ‘দৃশ্যম’ সিনেমা দেখে হত্যার ছখ, প্রাক্তন স্বামী ও প্রেমিক মিলে মহিলাকে খুন করে দেহ লোপাট

মহিলার প্রাক্তন স্বামী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়াদিল্লি: ছত্তিসগড়ের সহসপুর এলাকায় এক মহিলাকে খুন করার ঘটনা সামনে এসেছে। ঘটনায় মহিলার প্রাক্তন স্বামী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে অবাক করা বিষয় হল এই দুই অভিযুক্ত ব্যক্তি হিন্দি সিনেমা ‘দৃশ্যম’ দেখে হত্যার পরিকল্পনা করে। পুলিশ সূত্রে খবর, কল্যাণপুর গ্রামের বাসিন্দা রামখেলাবন সাহু গত ২০ জুলাই থানায় একটি রিপোর্ট দায়ের করেছিলেন। অভিযোগে রামখেলাভান সাহু জানান, যে তাঁর মেয়ে গোয়ালিন সাহু গত ১৮ জুলাই বাড়ি থেকে কাওয়ার্ধা যাচ্ছিলেন। সকাল ১১টায় বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ২০ জুলাই নিখোঁজ রিপোর্ট দায়ের করে এবং তদন্ত শুরু করে।

তদন্তে পুলিশ গোয়ালিন সাহুর ভাই মুকেশ সাহুকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদে মুকেশ জানান, চিমাগোদি গ্রামের বাসিন্দা লুকেশ সাহুর সঙ্গে গোয়ালিন বাই সাহুর বিয়ে হয়েছিল। তাঁদের তিনটি সন্তান রয়েছে, যার মধ্যে দুটি মেয়ে এবং একটি ছেলে। লুকেশ সাহু তিন বছর আগে গোয়ালিনকে পরকীয়া সম্পর্কের সন্দেহে ডিভোর্স দেয়। তারপর থেকে গোয়ালিন তাঁর সন্তানদের নিয়ে কল্যাণপুরে বাপের বাড়িতে থাকছিল।

গোয়ালিন নিজের ও সন্তানদের ভরণপোষণের জন্য স্বামী লুকেশ সাহুর কাছ থেকে আদালতে আবেদন করে, আদালত লুকেশকে তিন সন্তানের নামে মাসিক ৪৫০০ টাকা খরচের নির্দেশ দেয়, সেই টাকা লুকেশ আদালতে জমা দিত। কিন্তু লুকেশ ও বর্তমান প্রেমিক গোয়ালিনের প্রতি ক্ষুব্ধ ছিল, তারা গোয়ালিনকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে।

পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্তরা জানায়, তারা গোয়ালিনকে খুন করার জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করেছিল। অভিযুক্ত রাজারাম 'দৃশ্যম' সিনেমাটি চারবার দেখে এবং লুকেশও একবার দেখে যাতে তারা হত্যার পর মৃতদেহ ফেলে পুলিশের হাত থেকে বাঁচতে পারে। রবিবার পুলিশ মহিলার প্রাক্তন স্বামী লুকেশ সাহু (২৯) এবং প্রেমিক রাজা রাম সাহু (২৬) দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।



@endif